আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ যুবকের সাহসিকতায় প্রাণে বাঁচল ৩৪ যাত্রী

যুবকের সাহসিকতায় প্রাণে বাঁচল ৩৪ যাত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২৩ , ৩:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাজীপুর প্রতিনিধি : কচুরিপানায় মাঝনদীতে খেয়া নৌকায় আটকাপড়ে ৩৪ যাত্রী। এর প্রায় চার ঘণ্টা পর এক যুবকের সাহসিকতায় প্রাণে বেঁচে যান তারা। রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের পাশে শীতলক্ষ্যা নদীতে ঘটেছে এ ঘটনা। উদ্ধারকৃত ১৯ নারী, ১৪ পুরুষ ও এক শিশু পার্শবর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুরিয়াদী ও হারিয়াদী গ্রামের বাসিন্দা। আর উদ্ধারকারী যুবক আকাশ বরমী ইউনিয়নের সিটাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, একটি খেয়া নৌকা যাত্রী নিয়ে বরমী ঘাটথেকে কাপাসিয়ার কুরিয়াদী ঘাটে যাচ্ছিল। নৌকায় নারী-পুরষ মিলে ৩৪ জন যাত্রী ছিল। মাঝনদীতে কচুরিপানার কারণে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাত্রীরা আটকা পড়ে। কচুরিপানার কারণে কোনো নৌকা বা ট্রলার আটকেপড়া নৌকা উদ্ধার করতে পারেনি। কচুরিপানার কারণে নদী সাঁতরেও কেউ যেতে পারেননি। বরমী বাজারের ব্যবসায়ী মো. আলউদ্দিন খান জানান, আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। পরে রাত সাড়ে ৮টার দিকে আকাশ নামের ওই যুবক আটকেপড়াদের উদ্ধারে এগিয়ে আসেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি কোমরে রশি বেঁধে নদীতে ঝাঁপ দেন। ডুব দিয়ে দিয়ে নৌকায় পৌঁছে রশি বেঁধে আবারও তীরে ফিরে আসেন। পরে পাড়ে থাকা জনতা রশি ধরে টেনে নৌকাটি পাড়ে আনতে সক্ষম হয়। আকাশ জানায়, সন্ধ্যায় বরমী বাজারে মায়ের জন্য ওষুধ কিনতে এসে শুনতে পান নদীতে যাত্রী নিয়ে নৌকা আটকা পড়েছেন। এগিয়ে গিয়ে দেখেন যাত্রীরা সবাই কারখানার শ্রমিক। তাই নিজের জীবন বাজি রেখে কোমরে রশি বেঁধে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি। এ ব্যাপারে খেয়া ঘাটের ইজারাদার তফির উদ্দিন জানান, কচুরিপানার জন্য কিছুদিন যাবৎ খেয়া চালানো বাধাগ্রস্থ হচ্ছে।