আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২১ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ সোমবার (২৬ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ২ জন এবং গাজীপুরের একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনার ২ জন, টাঙ্গাইলের ২ জন এবং গাজীপুরের একজন। তিনি জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৬৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।