আজকের দিন তারিখ ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ময়মনসিংহ মেডিকেলে আরো ১৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরো ১৮ মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২১ , ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গে নিয়ে ১০ জনসহ মোট ১৮ জন মারা গেছেন।শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৪৭২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬৯৪ টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০), বাহার উদ্দিন (৬৫), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), শেরপুর সদরের রহিমা বেগম (৫০), নেত্রকোনা বারহাট্টার মালেকা (৭২) ও জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২)। অন্যদিকে উগসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), সুফিয়া জামান (৭০), ফুলপুরের সুলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), তারাকান্দার আব্দুল খালেক (৬৮), নেত্রকোনার রোবিউল (৮০), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুরের আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০) ও মধুপুরের জহর আলি (৮০)।