আজকের দিন তারিখ ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মে মাসে যুদ্ধ শেষ হবে, শান্তি চুক্তিতে সম্মত হবে রাশিয়া: ইউক্রেনের কর্মকর্তা

মে মাসে যুদ্ধ শেষ হবে, শান্তি চুক্তিতে সম্মত হবে রাশিয়া: ইউক্রেনের কর্মকর্তা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২২ , ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মে মাসের প্রথম দিকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে বলে মনে করেন ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ এই ভবিষ্যতবাণী করেছেন। তার দাবি, মে মাস আসতে আসতে রাশিয়ার আক্রমণ করার রসদ ও মজুদ শেষ হয়ে যাবে। ইউক্রেনের একাধিক গণমাধ্যমে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, আমার ধারণা মে মাসের প্রথম দিকেই আমাদের একটি শান্তি চুক্তি হতে পারে। হয়ত এর আগেও শান্তি চুক্তি সম্ভব। এ খবর দিয়েছে আল-জাজিরা। যদিও এর আগে পরপর চারবার আলোচনার পরেও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌছাতে পারেনি ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। সোমবার ভার্চুয়ালি আলোচনায় বসলেও তা কারিগরি ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার নতুন করে মঙ্গলবার আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের সদস্য মিখাইলো পোদোলিয়াক বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেওয়া হবে। তবে এ আলোচনা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে আশাবাদ প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইহোর ঝোভকভা গতকাল বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে বলেন, আমাদের আলটিমেটাম বা শেষসীমা বেঁধে দেওয়া বা আত্মসমর্পণ করতে বলার পরিবর্তে তারা এখন গঠনমূলক আলোচনা শুরু করতে চাইছে বলে মনে হচ্ছে।