আজকের দিন তারিখ ৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মেহেরপুরে ১০ আসামি গ্রেফতার

মেহেরপুরে ১০ আসামি গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Arrest1মেহেরপুর: মেহেরপুর বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভূক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় সাতজন, সিআর মামলায় দুইজন ও ১৫১ ধারায় একজন আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জুন) দিবাগত রাতের বিভিন্ন সময়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ওসি আকরাম হোসেন ও মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

শুক্রবার (১০ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।