আজকের দিন তারিখ ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র মার্কিন নির্বাচনে মহাকাশ থেকে ভোট দেবেন নাসার নভোচারী কেট রুবিনস

মার্কিন নির্বাচনে মহাকাশ থেকে ভোট দেবেন নাসার নভোচারী কেট রুবিনস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২০ , ১১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র


দিনের শেষে ডেস্ক : আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই নির্বাচনে মহাকাশ থেকে এবারও ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন নাসার নভোচারী কেট রুবিনস। খবর নিউইয়র্ক পোস্ট’র।
খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় নভোচারী কেট রুবিনস মহাকাশে থাকবেন। ভূ-পৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনি ভোট দিতে চান।
নভোচারী কেট রুবিনস বলেন, আমার মনে হয়, ভোট দেওয়া প্রত্যেকের জন্য জরুরি। আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে বিশ্বাস করি যে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেওয়া সম্ভব।
প্রতিবেদনে বলা হয়, মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। পরে এটি কাউন্টির কর্মকর্তার কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের নির্বাচনে নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন।