আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মাগুরায় মানুষকে ঘরে ফেরাতে ইউএনও’র ফেসবুক স্ট্যাটাস

মাগুরায় মানুষকে ঘরে ফেরাতে ইউএনও’র ফেসবুক স্ট্যাটাস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২০ , ৭:১০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মাগুরা (মহম্মদপুর) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বসছে হাটবাজার। সরকারের নির্দেশ অমান্য করে এ সব বাজারে উপস্থিত হচ্ছে ব্যাপক জনসাধারণ। মানুষকে ঘরে থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান তার ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, করোনা সম্পর্কে মানুষকে আর কত বা কিভাবে বুঝিয়ে বললে তাদের বোধোদয় হবে। চারদিকে রোগ কোনো না কোনোভাবে ছড়িয়ে পড়ছে। সবার যেখানে হোম কোয়ারেন্টিনে থাকার কথা সেখানে ঠিক তার বিপরীত। ঈদের খুশির মতো মানুষ এ বাড়ি ও বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। সরেজমিন দেখা যায়, মহম্মদপুর বাজারে হাট বসেছে। কয়েক স্থান ঘুরে কাউকে নিরাপদ দূরত্বে বজায় না রেখে বেচাকেনা করতে দেখা যায়। শুধু মহম্মদপুর বাজারেই জনসমাগম সীমাবদ্ধ নেই উপজেলার ১৫-২০টি হাট-বাজার রয়েছে। নির্দেশনা না মেনেই প্রতিনিয়ত দিনব্যাপী চলছে এ সব হাট-বাজার। স্থানীয়রা জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রথম থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানোর পরও মানুষের হাট-বাজারে আসা বন্ধ করতে পারেনি। প্রশাসন যখন বাজারে টহল দিতে থাকে তখন মানুষ একটু আড়ালে থাকে। প্রশাসনের টহল শেষ হলে আবার বাজারে মানুষের মিলনমেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, এমন সংকটের সময়ে যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।