আজকের দিন তারিখ ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মজা করেই ওবামা-গেটস-বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক!

মজা করেই ওবামা-গেটস-বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২০ , ৯:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মজার ছলে মার্কিন প্রভাবশালীদের অ্যাকাউন্ট হ্যাক করেন তিন বন্ধু। নিউ ইয়র্ক টাইমস ও ডেইলি মেইল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বারাক ওবামা, বিল গেটস, জো বাইডেন ও কিম কার্দাশিয়ানসহ বিশ্বের শীর্ষ প্রভাবশালীদের ভ্যারিফায়েট টুইটার অ্যাকউন্ট বড় কোনো হ্যাকার গ্রুপ বা রাষ্ট্রীয় মদদকৃত চক্র নয়, তিন তরুণ মিলে হ্যাক করেছে।

ডিসকর্ড নামক একটি সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট হ্যাক নিয়ে মজা করে চ্যাট করছিলেন তারা। এর মধ্যে একজন কিশোর, সে তার মায়ের সঙ্গে থাকে। এই খবর প্রকাশিত হওয়ার পর রীতিমতো ঢোক গিলছেন সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞ ব্রেট ক্যালো ডেইলি মেইলকে বলেন, ‘ এই ধরনের ঘটনা বাজারে দরপতন বা নির্বাচনে ভূয়া তথ্যের মতো মারাত্মক সব ঘটনার জন্ম দিতে পারবে। কিন্তু যেহেতু হ্যাকাররা তরুণ তাই বিটকয়েন কেলেঙ্কারি ছাড়া আর তেমন ক্ষতি হয় নি। টুইটার ভাগ্যবান।

এফবিআই এই ঘটনার তদন্ত করছে। হ্যাকাররা ১৩০টি অ্যাকউন্টকে লক্ষবস্তু বানিয়েছিলো। এর মধ্যে তারা ৪৫টি অ্যাকউন্ট নিয়ন্ত্রণে নেয় ও ৮টি তথ্য ডাউনলোড করে।