আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতে ম্যাচ ফিক্সিং, প্রমাণ পায়নি আইসিসি

ভারতে ম্যাচ ফিক্সিং, প্রমাণ পায়নি আইসিসি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২১ , ১১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ২০১৮ সালে ক্রিকেটে ফিক্সিং নিয়ে টিভি চ্যানেল আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করে। এর পরই তদন্ত শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, তারা তদন্ত শেষ করেছে। তবে নির্ভরযোগ্য কোনো প্রমাণ তারা পায়নি। আল জাজিরার ওই ডকুমেন্টারিতে দেখানো হয় ২০১৬ সালে চেন্নাইয়ে ভারত বনাম ইংল্যান্ড এবং ২০১৭ সালে রাঁচিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে ফিক্সিং হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আইসিসি চারজন স্বাধীন তদন্তকারীকে দায়িত্ব দিয়েছিল, যারা বাজি ও ক্রিকেট বিশেষজ্ঞ। ম্যাচ গড়াপেটার যে অভিযোগ ছিল তার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণের অভাবে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না বলে জানিয়েছে আইসিসি।
আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানান, ক্রিকেটে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদনকে আমরা স্বাগত জানাই, কারণ খেলায় এসবের কোনো স্থান নেই। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হলে আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে। প্রচারিত অনুষ্ঠানে যে দাবিগুলো করা হয়েছে, প্রতিটিরই মৌলিক ভিত্তি দুর্বল বলে দেখা গেছে আমাদের তদন্তে, যা অভিযোগগুলোকে অসম্ভাব্য করেছে এবং বিশ্বাসযোগ্যতায় ঘাটতি থেকে গেছে। আমাদের চার জন স্বাধীন বিশেষজ্ঞও এমনটিই মনে করেন।
মার্শাল আরও জানান যদি নতুন কোন প্রমাণ সামনে আসে, তাহলে পুনরায় তদন্ত করতে আমরা প্রস্তুত আছি।