আজকের দিন তারিখ ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেরালা রাজ্য

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেরালা রাজ্য


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতে করোনার দৈনিক সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। বৃহস্পতিবার তা ছিল ৪৬ হাজার ১৬৪। এ নিয়ে পুরো মহামারি পর্বে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৮৮ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও শুক্রবার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৮৬১ জনের। সংক্রমণ এবং মৃত্যু কমলেও ভারতে গত দু’দিন ধরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ১১ হাজার ১৭৪ জন। এ বৃদ্ধির জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লাখ ৪৪ হাজার ৮৯৯।

ভারতের মোট আক্রান্তের প্রায় দুই তৃতীয়াংশই কেরালায়। গত এক মাস ধরেই এ দক্ষিণী রাজ্যে সংক্রমণ হচ্ছিল অনেক বেশি। ১৫ থেকে ২০ হাজারের মধ্যে থাকছিল তা। কিন্তু সম্প্রতি একলাফে সে রাজ্যে সংক্রমণ বেড়েছে অনেকটাই। বৃহস্পতিবারের মতো শুক্রবারও সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে অবশ্য আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের ঘরেই থাকছে।

এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৫৫৯), অন্ধ্রপ্রদেশ (১,৫৩৯), কর্নাটক (১,২১৩), মিজোরাম (৯০৫), ওড়িশা (৮৪৯), পশ্চিমবঙ্গ (৭১৭) এবং আসামে (৫৬২)। বাকি সব রাজ্যে আক্রান্ত ৫০০-র কম।