আজকের দিন তারিখ ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বিশ্ব পুঁজিবাজারে সূচক বৃদ্ধির তালিকায় ৬ নম্বরে বাংলাদেশ

বিশ্ব পুঁজিবাজারে সূচক বৃদ্ধির তালিকায় ৬ নম্বরে বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২১ , ১:২৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বৈশ্বিক অর্থনীতি প্রায় বিপর্যস্ত। ব্যবসা-বাণিজ্যের গতিও অনেকটাই থমকে গেছে। তবে ব্যতিক্রম কেবল পুঁজিবাজার। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে এই সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। করোনাভাইরাসের মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৩ শতাংশ। এই সময়ে বাংলাদেশের চেয়েও বেশি সূচক বেড়েছে থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র, শ্রীলংকা ও জার্মানির পুঁজিবাজারে। ব্লুমবার্গ ও ইনভেস্টিং ডট কমের পরিসংখ্যানে দেখা যায়, করোনাভাইরাসের মধ্যেও বিশ্ব পুঁজিবাজারে সবচেয়ে বেশি উত্থান হয়েছে থাইল্যান্ডের পুঁজিবাজারে। দেশটির এসইটি সূচকের পয়েন্ট বেড়েছে ১২৪ শতাংশ। এর পরই রয়েছে ভারতের সেনসেক্স। এই সময়ে সেনসেক্স সূচক বেড়েছে ১০৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের ডাওজোনস সূচকে এই সময়ে ৯৩ শতাংশ পয়েন্ট যোগ হয়েছে। একই সময়ে শ্রীলংকার সিএসইঅল এবং জার্মানির ডিএএক্স সূচক বেড়েছে যথাক্রমে ৯১ ও ৮৭ শতাংশ। বিশ্ব পুঁজিবাজারে সূচক বৃদ্ধির তালিকায় বাংলাদেশের প্র্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সুচক ডিএসইএক্সের অবস্তান ৬ষ্ঠ নম্বরে। এই সময়ে সূচকটি ৮৩ শতাংশ বেড়েছে। পাকিস্তানের কেএসই ১০০ সূচকে ৭৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এই সময়। এছাড়া গত বছরের সর্বনিম্ন অবস্তানের তুলনায় এই বছরে জাপানের নিক্কেই ২২৪ সূচকটি ৬৮, চীনের শেনঝেন কম্পোজিট সূচক ৫৫, যুক্তরাজ্যের এফটিএসই সূচক ৪৩, চীনের সাংহাই কম্পোজিট সূচক ৩০, মালয়েশিয়ার এফটিএসই বুর্সা মালয়েশিয়া কেএলসিআই সূচক ২১ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক বেড়েছে ২১ শতাংশ। বিশ্বের বেশ কয়েকটি দেশের পুঁজিবাজারের সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) পর্যালোচনায় দেখা যায়, ভারতের সেনসেক্সের পিই রেশিও সবচেয়ে বেশি ৩০ দশমিক ৩৮। পিই রেশিওতে এর পরেই রয়েছে থাইল্যান্ডের এসইটির ২৭ দশমিক শূন্য ২, যুক্তরাষ্ট্রের ডাওজোনসের ২৩ দশমিক ৯১, ভিয়েতনামের ভিএন ইনডেক্স ১৬ দশমিক ৮৮, বাংলাদেশের ডিএসইএক্সের ১৫ দশমিক ৮৬, হংকংয়ের হ্যাং সেংয়ের ১১ দশমিক ৩৬, পাকিস্তানের কেএসই ১০০-এর ১০ দশমিক ৭৫ এবং শ্রীলংকার সিএসইঅলের ১০ দশমিক শূন্য ৯।
বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক পিই রেশিও এখনো বিনিয়োগের জন্য আকর্ষণীয় অবস্তানে থাকলেও এরই মধ্যে বেশকিছু খাতের শেয়ার অতিমূল্যায়িত হয়ে গেছে। এর মধ্যে পাট খাতের পিই রেশিও ৮১৩ দশমিক ৩, কাগজ ও মুদ্রণ খাতের ৫৯ দশমিক ১, চামড়া খাতের ৮৬ দশমিক ১ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই রেশিও ৮২ দশমিক ২ অবস্তানে রয়েছে। এর বাইরে বাকি সব খাতের পিই রেশিও ৪০-এর নিচে অবস্তান করছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ১৮ মার্চ ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্তান ছিল ৩ হাজার ৬০৪ পয়েন্টে। সেখান থেকে সূচকটি বেড়ে সর্বশেষ গত বৃহস্পতিবার ৬ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বছরের ১৮ মার্চ ডিএসইর বাজার মূলধন ছিল ২ লাখ ৮৭ হাজার ৩৮২ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার এক্সচেঞ্জটির বাজার মূলধন ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে বাজার মূলধন বেড়েছে ২ লাখ ৫৬ হাজার ৯৪৩ কোটি টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭০ দশমিক ৮২ পয়েন্ট বা ২ দশমিক ৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে, যা এর আগের সপ্তাহ শেষে ছিল ৬ হাজার ৪২৫ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৬ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে ছিল ২ হাজার ৩২৮ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৯ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৪০১ পয়েন্টে।