আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে বিয়ের অনুষ্ঠানে মারামারি: আহত-১৫

বাউফলে বিয়ের অনুষ্ঠানে মারামারি: আহত-১৫


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৩ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল প্রতিনিধি : বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ ও সালাদ না দেয়ায় বর ও কনে পক্ষের মারামারিতে আহত হয়েছে অন্তত ১৫জন। মঙ্গলবার পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউপির কুম্ভখালী গ্রামে ঘটে এ ঘটনা। আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মিরাজুল ইসলাম জানায়, মতি হাওলাদার, ফিরোজ ও সালেহা নামে তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে জিসান, খালেক হাওলাদার ও মালেকসহ আরো ৭জনকে। স্থানীয় কয়েকজন জানায়, বকু ফকিরের মেয়ের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের নিজাম মিয়ার ছেলে মেহেদী হাসানের। বরযাত্রায় মেহেদী হাসান উপস্থিত হয় বকু ফকির বাড়ির অনুষ্ঠানে। তবে খাবার টেবিলে মাছ, মাংস, পোলাও থাকলেও ছিলনা কাঁচা মরিচ ও সালাদ। আর এতেই বাধে বিপত্তি। কথা কাটাকাটি থেকে মারামারিতে জড়ায় দুপক্ষের লোকজন। লাঠিসোঠার আঘাতে আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন। বগা বন্দরের পুলিশ ফাঁড়ির এসআই সোহেল বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে রফিক ও মিজান নামে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কথা জানতে পেরেছি।’ স্থানীয় কনকদিয়া ইউপির চেয়ারম্যান শাহিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিয়ে বাড়িতে কাঁচা মরিচ ও সালাদ নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’ বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ‘এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেননি।’