আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল ফ্যাশনে বার্বি উন্মাদনা

ফ্যাশনে বার্বি উন্মাদনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৩ , ৫:৫৮ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক : সম্প্রতি টিকু ওয়েডস শেরু ছবির সাকসেস পার্টিতে গোলাপি ও কমলা শেডের অফ শোল্ডার ড্রেসে দেখা গেল বলিউড অভিনেত্রী কঙ্গনাকে। মেকআপে স্পষ্ট বার্বির ছোঁয়া। দিন কয়েক আগে অ্যাডিবাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে গোলাপি পোশাকে সাজিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাথায় ছিল কালো রঙের স্পোর্টস টুপি। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জাবেলার একটি জমকালো গোলাপি পোশাকে অভিনেত্রী তাপসী পান্নু ক্যামেরাবন্দী হয়েছেন। গোলাপির মায়ায় নিজেকে সাজিয়েছেন অনন্যা পান্ডে, ভূমি পেডনেকর কৃতি শ্যানন, কিয়ারা আদভানি। ফ্যাশন দুনিয়া হট পিংক বার্বিকোর জ্বরে ভুগছে প্রবলভাবে। সিনেমার সাফল্য উদযাপন হোক কিংবা ব্র্যান্ডের প্রচার-প্রচারণা, এই মুহূর্তে গোলাপি রঙেই মজে আছেন বিশ্বের নামজাদা সব তারকারা। সোশ্যাল মিডিয়ায় নামজাদা সব তারকাদের হিড়িক পড়েছে গোলাপি পোশাকের ছবি শেয়ার করার। বিশ্বজুড়ে বেড়েছে বার্বি হুপ কানের দুল, জাম্পসুট এবং পোশাক বিক্রি। পুনরুজ্জীবিত এই বার্বি ফ্যাশনের নেপথ্যে রয়েছে আমেরিকান ফ্যান্টাসি কমেডি মুভি বার্বি। বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। বার্বি ফ্যাশন ডল আর ১৯৯৪-এর নন-ফিকশন বই রিভাইভিং অপেরা থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি বানিয়েছেন ফিল্মমেকার গ্রেটা গেরউইগ। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন মারগট রবি ও রেয়ান গসলিং। মূলত সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয় বার্বিকোর। টাইমস ম্যাগাজিনের একটি রিপোর্ট বলছে, বারবিকোর শুরু হয়েছিল হলিউড সেলিব্রিটিদের হাত ধরে এ শতকের প্রথম দশকে। ২০০১ সালে প্যারিস হিল্টন, ২০০৩ সালে ব্রিটনি স্পিয়ার্সকে বারবির স্টাইলে দেখা গিয়েছিল।