আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নোয়াখালীর সেনবাগে সরকারি চালসহ ২ আ.লীগ নেতা আটক

নোয়াখালীর সেনবাগে সরকারি চালসহ ২ আ.লীগ নেতা আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২০ , ৭:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


নোয়াখালী (সেনবাগ) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ করার অভিযোগে ২ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ । মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আটকৃতরা হলেন- ওএমএস চাল বিতরণ কর্মসূচির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ঈসমাইল হোসেন খান। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদেরকে চালসহ আটক করা হয়। জানা যায়, সন্ধ্যার দিকে দুস্থদের জন্য দেওয়া চাল চুরির অভিযোগের ভিত্তিতে ৯নং নবীপুর ইউনিয়নে উপজেলা ভূর্মি কর্মকর্তা হেমালিকা চাকমা’র নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তিনি অভিযোগের সত্যতা পান এবং ওএমএস’র ১৫ বস্তা চাল ও ৩টি চালের খালি বস্তা উদ্ধার করেন। আরও জানা যায়, ডিলার শাহজাহান সাজু তার সহযোগীর ঈসমাইল হোসেন খানের যোগসাজশে এ জালিয়াতি চালাচ্ছেন। তারা দরিদ্র মানুষকে চাল না দিয়ে কৌশলে বিভিন্নভাবে বেশি দামে এ চাল বিক্রি করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।