আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নলছিটিতে চিকিৎসকের করোনা শনাক্ত

নলছিটিতে চিকিৎসকের করোনা শনাক্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঝালকাঠি (নলছিটি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। আইইডিসিআর থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসা নিতে আসা কোনো রোগীর মাধ্যমে ওই চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার জানিয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ চিকিৎসকসহ ২৫ স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত চিকিৎসককে ডক্টরস কোয়ার্টারে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ ঘটনায় নলছিটি উপজেলাজুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের জরুরিসেবা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসকদেরও নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে জেলায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। তারা প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছে। তাদের চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানান, করোনা শনাক্ত হওয়া ওই চিকিৎসক হাসপাতালের বহির্বিভাগ, ইমারজেন্সি ও আন্তবিভাগে রোগীদের সেবাদান করেছেন। ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।