আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় দেশে টিকা নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ

দেশে টিকা নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২১ , ১:২১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  সারাদেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ। আর টিকা নেওয়ার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫২ লাখ। মঙ্গলবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে মঙ্গলবার একদিনে টিকা নিয়েছেন এক লাখ ৭ হাজার ৪৬৩ জন। এদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ২৯৫ জন ও নারী ৪০ হাজার ১৬৮ জন। টিকা গ্রহণকারী এই ব্যক্তিদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন ও নারী ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। টিকা গ্রহণকারী এই ব্যক্তিদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮৬৬ জনের।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় ১২ লাখ ৬৩ হাজার ২২৪ জন, ময়মনসিংহে এক লাখ ৬৯ হাজার ৬৪০ জন, চট্টগ্রামে আট লাখ ৪২ হাজার ৭৭১ জন, রাজশাহীতে পাঁচ লাখ ৩৫ হাজার ৪৩ জন, রংপুরে তিন লাখ ৬৮ হাজার ৫৭৮ জন, খুলনায় পাঁচ লাখ ২৫ হাজার ১৮২ জন, বরিশালে এক লাখ ৮২ হাজার ৪৯৮ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ২৭ হাজার ২৭ জন টিকা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ হাজার ৭৫৯ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ হাজার ২৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৬৯৯ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৭৫৬ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৪৬ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৪০ জন, বরিশাল বিভাগে চার হাজার ৫৩১ জন এবং সিলেট বিভাগে তিন হাজার ৫৭৪ জন টিকা নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।