আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দেবিদ্বারে করোনা শনাক্ত ২০৯ জন : মৃত্যু হয়েছে ১৪

দেবিদ্বারে করোনা শনাক্ত ২০৯ জন : মৃত্যু হয়েছে ১৪


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২০ , ৫:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


কুমিল্লার (দেবিদ্বার) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে নতুন আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সন্ধ্যায় ল্যাব থেকে ৪৭টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে, যার মধ্যে ৯টি পজিটিভ এবং বাকী ৩৮টি নেগেটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত দেবিদ্বার উপজেলায় মোট পজেটিভ শনাক্ত হয়েছে ২০৯ জনের। মৃত্যু হয়েছে ১৪ জনের এবং সুস্থ হয়েছেন ১১১ জন।দেবিদ্বার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার আসা রিপোর্টের মধ্যে নয় জন পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে নবীয়াবাদ ১ জন, মোহনপুর ১ জন, সূর্যপুর ১ জন, জাফরগঞ্জ ১ জন, ছোট শালঘর ১ জন, ছোট আলমপুর ১ জন, পোস্ট অফিস রোড ১ জন, মাটিয়া মসজিদ এলাকায় ১ জন, দেবিদ্বার পৌর এলাকায় ১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এদিকে, পর পর দুই বার নেগেটিভ রিপোর্ট পাওয়ায় শনিবার আরও ৭ জনকে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, এখন পর্যন্ত দেবিদ্বার থেকে মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১২২৪টি এবং মোট রিপোর্ট এসেছে ১১১২টি। ১১২টি রিপোর্ট আসা বাকী আছে। এরমধ্যে ২০৯জন পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের এবং সুস্থ হয়েছেন ১১১ জন। বাকীদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৭৮ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৬ জন।