আজকের দিন তারিখ ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় দুর্গাপূজায় স্থলবন্দরে ৫ দিনের ছুটি

দুর্গাপূজায় স্থলবন্দরে ৫ দিনের ছুটি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২০ , ২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে আগামী ২৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মাছ, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। রপ্তানিকৃত পণ্য আগরতলা থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে সরবরাহ করা হয়।