আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দু’মাস পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে চালু হলো লঞ্চ-স্পিডবোট

দু’মাস পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে চালু হলো লঞ্চ-স্পিডবোট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২০ , ৫:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মাদারীপুর (কাঁঠালবাড়ি-শিমুলিয়া) প্রতিনিধি : দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকার পর আজ সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। করোনা বিস্তার রোধে গত মার্চ মাসের ২৪ তারিখ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে বন্ধ রাখা হয় লঞ্চ ও স্পিডবোট। এর আগে শনিবার (৩০ মে) বিকেলের দিকে কাঠালবাড়ি লঞ্চ মালিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সন্ধ্যা থেকেই শ্রমিকেরা লঞ্চ ও স্পিডবোট ধুয়ে-মুছে পরিষ্কার করা শুরু করে বলেও জানা যায়। কাঁঠালবাড়ি লঞ্চ ঘাট সূত্র জানায়, আজ সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে। লঞ্চের ভেতরে হাত ধোয়ার সকল ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার, লঞ্চ ও স্পিডবোটের চালক-কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার নির্দেশনা মেনে লঞ্চ ও স্পিডবোট চালু করা হয়েছে। কাঁঠালবাড়ি লঞ্চ মালিক সমিতির সভাপতি বিএম আতাউর রহমান আতাহার বেপারী জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে লঞ্চ চলাচল বন্ধ ছিলো। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। কাঁঠালবাড়ি লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, সকাল থেকে স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করছে। তবে অনেক দিন পর লঞ্চ ও স্পিডবোট চলাচল করায় লঞ্চ ও স্পিডবোট শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।