আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলাম’

‘তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলাম’


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২০ , ৫:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : পারিবারিক সমস্যা আর একটা পর একটা ইনজুরিতে বিষিয়ে ওঠেছিলেন মোহাম্মদ শামি। দুনিয়ার ওপর থেকে মন উঠে গিয়েছিল তার। ভেবেছিলেন পাড়ি জমাবেন পরপারে। এজন্য একবার-দু’বার নয়, তিন-তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ভারতীয় পেসার। ইনস্টাগ্রামে সতীর্থ রোহিত শর্মার সঙ্গে এক আলাপচারিতায় জীবনের ফেলে আসা সেই কালো অধ্যায়ে বর্ণনা দিয়েছেন শামি। শামির হতাশার সূত্রপাত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ থেকে। হাঁটুর ইনজুরি নিয়েই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওই আসরে খেলেন ডানহাতি এই পেসার। তবে ঝুঁকির বড় খেসারত দিতে হয় তাকে। অস্ত্রোপচার লেগেছিল হাঁটুতে। ৯ মাস পর যখন দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। ছিটকে যান আরও ৬ মাসের জন্য। ২০১৬ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফেরেন এই বোলার। তবে মাঝে কিছু পারিবারিক সমস্যার মধ্যেও যেতে হয় তাকে। ওসব দুঃস্মৃতি বর্ণনা করতে গিয়ে শামি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে আমার ১৮ মাস লেগেছিল। ওটাই আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। কিছু পারিবারিক সমস্যাও যোগ হয় সঙ্গে। আমি এতটাই হতাশ হয়ে পড়েছিলাম যে তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলাম।’ তবে শামির পরিবারের সদস্যরা তার খুব যত্ন নিয়েছিলেন তখন। তাদের দেখভালের ফলেই নতুনভাবে সবকিছু শুরু করেন শামি । কঠোর পরিশ্রমে ফিটনেস, ফর্ম সবই ফিরে পান। এখন তো ভারতের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র তিনি। ভারতের হয়ে ৪৭ টেস্টে ১৮০ উইকেট, ৭৭ ওয়ানডেতে ১৪৪ ও ১১ টি-টোয়েন্টিতে ১২ উইকেট নিয়েছেন শামি।