আজকের দিন তারিখ ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় তাপসের প্ররোচনায় দুদক ব্যাংক হিসাব বন্ধ করেছে

তাপসের প্ররোচনায় দুদক ব্যাংক হিসাব বন্ধ করেছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২১ , ২:৩১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংক হিসাব বন্ধ করেছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাঈদ খোকন ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলে। সাঈদ খোকন বলেন, দুদক তদন্ত করলে কোনো আপত্তি নেই। কিন্তু কোনো প্রকার নোটিশ না দিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি আদালতের মাধ্যমে আমার ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি মনে করি, এমন কর্মকাণ্ড আমার এবং আমার পরিবারের মৌলিক অধিকার ক্ষুন্ণ হয়েছে। এসময় অ্যাকাউন্টগুলো চালু করার দাবি জানান সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, ‘মেয়র তাপস বিভিন্ন সময় আমাকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য নানা অপচেষ্টা চালাচ্ছেন। আমি এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নিব।’ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র বলেন, ‘আমার বাবা, আমার পরিবার সব সময় আওয়ামী লীগের জন্য ও জনগণের জন্য কাজ করে এসেছে। আমার বাবা রাজনীতির জন্য জীবন উৎসর্গ করেছেন। আমার মা সব সময় বাবাকে তার রাজনৈতিক কাজে সহযোগিতা করতেন। অথচ আমার পরিবারকে ছাড় দেওয়া হয়নি। আমার আদরের ছোটবোনকেও ছাড় দেওয়া হয়নি। আমার প্রিয়তমা স্ত্রীকেও ছাড় দেওয়া হয়নি।’

এর আগে রোববার সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠান, স্ত্রী, মা ও বোনের মোট আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ আসে। সোমবার দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যম বলেন, ‘মামলার অনুসন্ধান স্বার্থে দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদ রোববার সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের তিনটি, স্ত্রী ফারহানা আলমের দুইটি, বোন শাহানা হানিফের দুইটি ও মায়ের একটি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করেন।’

সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, বিভিন্ন সময় সাংবাদিকরা আমাকে নানা বিষয়ে প্রশ্ন করে। তাদের প্রশ্নের জবাব দিতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সাবেক এই মেয়র অভিযোগ করেন, বর্তমানের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নানা কাজে অনিয়ম চলছে। তিনি বলেন, ‘ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তাপসের লোকেরা স্লিপ দিয়ে দিয়ে টাকা আদায় করছে। যেটি সিটি করপোরেশনের কাজ নয়।’

সিটি করপোরেশনের কাজে অনিয়মের অভিযোগের কী প্রমাণ আছে তার কাছে? এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘এটি আমার একার কথা নয়। এটা সবার কথা। সিটি করপোরেশনে আমি যেভাবে কাজ করেছি, সেটিও সবাই দেখেছে। আমার সময়ে গরিব মানুষ মারা গেলে তাদের বিনামূল্যে দাফনের ব্যবস্থা করেছি। বর্তমানে দাফনের জন্য টাকা নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ২০২০-২০২১ সালের আয়কর রিটার্ন দাখিল করেছি।’