আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গা গ্রেপ্তার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২১ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


কক্সবাজার প্রতিনিধি :  কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ৭ মামলার আসামি মো. হারুন (৩৯) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা। শনিবার ভোরে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ফজল আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এসময় একটি এলজি ও তিন ফুট ১০ ইঞ্চি লম্বা একটি তলোয়ারসহ মো. হারুনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।