আজকের দিন তারিখ ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঝিকরগাছায় ছেলেকে গুলি করলেন ইউপি চেয়ারম্যান

ঝিকরগাছায় ছেলেকে গুলি করলেন ইউপি চেয়ারম্যান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


jhikorgachযশোর: যশোরের ঝিকরগাছায় নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম তার ছেলে সোহাগকে (২৩) লাইসেন্সকৃত শর্টগান দিয়ে গুলি করেছেন।

এতে তার পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার সাধিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রহিম বলেন, সোহাগ পুরোপুরি আশঙ্কামুক্ত না। তার পায়ের গোড়ালিতে শর্টগান দিয়ে গুলি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাবা
ক্ষিপ্ত হয়ে গুলি করলে তার পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চেয়ারম্যান নজরুলের দুই স্ত্রী। এর মধ্যে বড় স্ত্রী আঞ্জুয়ারা বেগমের ছেলে সোহাগ। পারিবারিক একটি বিষয় নিয়ে নজরুল ইসলামের সঙ্গে সোহাগের মনোমানিল্য চলে আসছিল।

এদিকে, নজরুল ইসলামের ছোট স্ত্রী মর্জিনা বেগম (৪২) দাবি করেন, অসাবধানতা বসত তার বাবার লাইসেন্সকৃত শর্টগান থেকে গুলি বের হলে সেটি সোহাগের পায়ে বিদ্ধ হয়। এটা ইচ্ছাকৃত নয়।