আজকের দিন তারিখ ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জিদানের কাছে লা লিগার শিরোপা জয় চ্যাম্পিয়ন্স লীগের চেয়েও বেশি আনন্দের

জিদানের কাছে লা লিগার শিরোপা জয় চ্যাম্পিয়ন্স লীগের চেয়েও বেশি আনন্দের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : রিয়াল মাদ্রিদের ৩৪তম লা লিগা জয়ের অন্যতম কারিগর জিনেদিন জিদান। করোনাভাইরাসের কারণে মার্চে লা লিগা বন্ধ হওয়ার আগে খেলা নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরেছিল জিনেদিন জিদানের দল। জুনে ফেরার পর ভিন্ন চেহারায় রিয়াল মাদ্রিদ। টানা ১০ ম্যাচ জিতে ২০১৬-১৭ মৌসুমের পর আবারো লীগ জয়ের উল্লাসে ভাসল গ্যালাকটিকোরা। সপ্তাহে দুটি করে ম্যাচ খেলতে হয়েছে সব দলকেই। টানা খেলার প্রভাব কমবেশি পড়েছে খেলার ফলাফলে। তবে জিদানের অসাধারণ কোচিং দর্শনে দীক্ষিত রিয়াল মাদ্রিদ প্রতিটি ম্যাচে মাঠ ছেড়েছে জয়ের হাসি নিয়ে। রিয়ালের কোচের ভূমিকায় ১১ নম্বর শিরোপা জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় জিদান বলেন, ‘আজকের দিনটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা দিনগুলোর অন্যতম।

চ্যাম্পিয়ন্স লীগ তো চ্যাম্পিয়ন্স লীগ। লা লিগা অন্যরকম এক আসর। এখানে আপনাকে ৩৮টি সপ্তাহে কঠিন সব প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হয়। সবাই এখানে বেশি পয়েন্ট জিততে চায়। আপনি যখন লম্বা সময়ের লড়াই শেষে সবাইকে পেছনে ফেলে শিরোপা জিতবেন তখন এর অনুভূতি অন্যরকম।’
২০১৬ সালে রিয়ালের যুব দলের দায়িত্ব ছেড়ে মূল দলের হাল ধরেছিলেন জিদান। একটি লা লিগা ও ইতিহাসের প্রথম কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে ২০১৮ সালে দায়িত্ব ছেড়ে চলেও গিয়েছিলেন। পরের বছর আবার চেনা ডাগআউটেই ফিরেন এই ফরাসি। ফিরেই বলেছিলেন, লা লিগা জেতাই হবে মূল লক্ষ্য।
খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সিতে জিতেছিলেন ৬টি শিরোপা। কোচ হিসেবে জিতলেন ১১টি। ম্যাচপ্রতি ট্রফির হিসেব করলে আনুপাতিক হারটা বিস্ময়কর। জিদানের কোচিংয়ে ২০৯ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রতি ১৯ ম্যাচে একটি করে ট্রফি রিয়ালকে জেতান এই ফরাসি কিংবদন্তি।
রিয়াল মাদ্রিদকে ৬০৫ ম্যাচে ১৪টি শিরোপা জিতিয়ে সেরার তালিকায় সবার উপরে মিগুয়েল মুনোজ। জিদান যেভাবে এগোচ্ছেন তাতে মুনোজের রেকর্ড হয়তো আর বেশিদিন টিকবে না।