আজকের দিন তারিখ ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২১ , ১:২২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান সমাপ্ত করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রোববার রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে অভিযান শুরু করে রাত সাড়ে তিনটায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে জিহাদী বই, বোমা তৈরীর সরঞ্জাম, রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়েছে। তবে ভিতরে কোন বোমা ছিল না।

অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিটিটিসি ইউনিটের আসাদুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম তিনদিন পূর্বে বামসি বারেক ওরফে সাব্বির সহ তিনজন জঙ্গীকে মিরপুর থেকে গ্রেপ্তার করে। সেই মামলায় বারেকের তথ্য মোতাবেক আমাদের একটি টিম কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেপ্তার করে।’ ‘

জিজ্ঞাসাবাদে নাইম জানায় সে নব্য জেএমবির সদস্য। সে বোমা বানায় এবং বোমা তৈরির প্রশিক্ষকও বটে। সে এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করত। যে বাসা থেকে বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি সেই বাসায় সে সপরিবারে থাকত। কয়েকদিন পূর্বে সে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং সে একা একা বোমা তৈরির সরঞ্জাম নিয়ে বোমা তৈরি করছিল।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘আমরা কোন কমপ্লিট বোমা পাইনি। এখানে সরঞ্জাম ও চারটি রিমোট পেয়েছি আমরা। এখান থেকে আমরা শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী পেয়েছি।’