আজকের দিন তারিখ ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ১৩ হাজার টন ভোজ্যতেলের জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ১৩ হাজার টন ভোজ্যতেলের জাহাজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২২ , ২:১৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


চট্টগ্রাম প্রতিনিধি :  ভোজ্যতেলের সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া থেকে ১৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করছে টিকে গ্রুপ। ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমটি সুমাত্রা পাম ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। শুক্রবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন আগে প্রায় ২ কোটি ২৯ লাখ লিটার তেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। আজ ১৩ হাজার টন ভোজ্যতেল এসেছে ইন্দোনেশিয়া থেকে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা করবো।

এর আগে গত ২৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে ২ কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। সিটি গ্রুপ, সেনা কল্যাণ ভোজ্যতেল, বাংলাদেশ ভোজ্যতেল ও বসুন্ধরা গ্রুপ এ তেল আমদানি করে। এবার ১৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করছে টিকে গ্রুপ।