আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন জনপ্রিয় গায়ক

গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন জনপ্রিয় গায়ক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৩ , ৬:৪৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ৩০ বছর বয়সী গায়ক পেড্রো হেনরিক গান গাইতে উঠেছিলেন মঞ্চে। বাহারি আলো আর লাইভ মিউজিকে মজেছিলেন দর্শকরাও। তবে সেই সময়েই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। জনপ্রিয় গায়ক পেড্রো হেনরিক মাইক হাতে নিয়েই মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে তাকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই গায়কের। এই গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। যেখানে তাকে মঞ্চের একপ্রান্তে তার ‘ভাই সের তাও লিন্ডো’ নামের গানটি আবেগের সঙ্গে ভিড় করা দর্শকদের সামনে গাইতে দেখা যায়। এক পর্যায়ে পেড্রো তার মাইক্রোফোনটি দর্শকদের সামনে ধরে গান গাইতে অনুরোধ করেন। তবে যখন তিনি মাইকটি ফের মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তিনি পেছনে পড়ে যান।
পেড্রো হেনরিকের অকালমৃত্যুতে শোকে পাথর তার প্রিয়জনেরা, প্রকাশিত হয়েছে এক শোকবার্তাও। তাতে লেখা হয়েছে, ‘পেড্রো এক হাসিখুশি মানুষ ছিলেন, তিনি বাবা-মায়ের একমাত্র ছেলে। একইসঙ্গে সে একজন ভাল স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবে তোমার স্ত্রী ও শিশু সন্তান’। গায়কের পরিবার ও প্রিয়জন দ্রুত এই গভীর ক্ষত সারিয়ে উঠুন এমনটাই চাইছেন তাদের শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমেও গায়কের স্মরণে নিজেদের শোক প্রকাশ করছেন ভক্তরা।প্রয়াত হেনরিক মৃত্যুকালে তার স্ত্রী সুইলান ব্যারেটো এবং ২ মাস বয়সী কন্যা জো’কে রেখে গেছেন। তার শেষকৃত্য হবে গায়কের জন্মগ্রহণ পোর্তো সেগুরো শহরে। যদিও তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে বসবাস করতেন।