আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় খুলনার চার হাসপাতালে আরও ১৩ মৃত্যু

খুলনার চার হাসপাতালে আরও ১৩ মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২১ , ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


খুলনা প্রতিনিধি :  খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (১৬ জুলাই) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানে ২০১ জন ভর্তি রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন। ৩৩ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাত জন। তাদের মধ্যে চার জন করোনা পজিটিভ এবং তিন জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল পৌনে ৯টা পর্যন্ত এখানে ৪৫ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। নতুন ভর্তি পাঁচ জন। ছাড়পত্র নিয়েছেন চার জন। ইকবাল হোসেন (৫৮) নামে একজন মারা গেছেন। তার বাড়ি নড়াইল।