আজকের দিন তারিখ ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুড়িগ্রামগামী ৭৫ শ্রমিককে ফিরিয়ে দিল পুলিশ

কুড়িগ্রামগামী ৭৫ শ্রমিককে ফিরিয়ে দিল পুলিশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২০ , ৬:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মানিকগঞ্জ প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে মুন্সীগঞ্জের লৌহজং থেকে কুড়িগ্রামগামী ইঞ্জিনচালিত নৌকা আরিচার যমুনা নদী থেকে উল্টোপথে ফিরিয়ে দেয়া হয়। নৌকাটিতে ইটভাটার ৭৫ শ্রমিক ছিল। শিবালয় থানা পুলিশ শনিবার পদ্মা-যমুনায় নৌ-টহল কর্মসূচি চালুর প্রথম দিনেই এ ঘটনা। এ সময় শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ও শিবালয় থানার ওসি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা সাংবাদিকদের জানান, করোনা সংক্রমণ রোধে আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়াসহ অভ্যন্তরীণ রুটে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে, এক শ্রেণির ট্রলার মালিক-শ্রমিক গোপনে এসব রুটে যাত্রী পারাপার করছে। জেলা পুলিশের নির্দেশনায় নৌ-টহল চালু করা হয়- যা অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।