আজকের দিন তারিখ ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কালীগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে ফাটল

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে ফাটল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২১ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরে ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করায় উদ্বোধনের ২০ দিনের মাথায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রোববার সরেজমিন দেখা যায়, উপজেলার সরাবাড়িয়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের পাঁচটি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পিঞ্জিরা খাতুনের ঘরের এক পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
এ ছাড়া অন্য আর চারটি ঘরের মধ্যে দুটি ঘরের বারান্দার মেঝে ফেটে গেছে। ঘরগুলোর দুপাশে বৃষ্টির পানি জমে গেছে। পিঞ্জিরা খাতুন বলেন, ঘরের দুই-এক জায়গায় ফেটে গেছে। ৩-৪ দিন আগে বিদ্যুৎ লাইন দিয়েছে। উপহারের ঘরগুলো উদ্বোধনের ২০ দিনে পাঁচটি ঘরের মধ্যে মাত্র একজন উঠেছেন। তবে তিনিও রাতে থাকেন না। পিঞ্জিরা খাতুনের ঘরে একটি মাত্র খাট ছাড়া আর কিছু পাওয়া যায়নি। অন্য চারটি ঘর দেখা যায় তালা দেওয়া। সেখানে পাঁচটি ঘরের জন্য একটি মাত্র টিউবওয়েল রয়েছে। সেটিও পানির মধ্য।
ঘরে ফাটলের বিষয়ে কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন জানান, গত ১৯ জুন তিনি ওই ঘরগুলো দেখতে গিয়েছিলেন। তিনটি পরিবার থাকে। আর দুটি পরিবার মাঝে মাঝে থাকে। আপনার মাধ্যমে ফেটে যাওয়ার তথ্য পেলাম। ঘরগুলো দেখতে যাবেন বলেও জানান তিনি। কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ-হেল-আল-মাসুম জানান, তিনি বিষয়টি নিজে গিয়ে দেখবেন। ফেটে যাওয়া ঘর মেরামত করা হবে। এ ঘরগুলো তৈরি করতে তিনিই দেখভাল করেছেন। আর ইউএনও খোঁজখবর নিয়েছেন।