আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কষ্টে দিন কাটছে গাইবান্ধার সাঁওতালদের

কষ্টে দিন কাটছে গাইবান্ধার সাঁওতালদের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৭:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাইবান্ধা প্রতিনিধি : কষ্টে দিন কাটছে  গাইবান্ধার সাঁওতালদের। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন সাঁওতালদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে চাইল রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ নামে একটি সংগঠন।  ‘সাঁওতালদের পাশে কেউ নেই’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সংগঠনটি বুধবার এ আহ্বান জানায়। সংগঠনটি জানায়, করোনার কারণে শোচনীয় অবস্থার মধ্যে আছে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী। তাদের সাহায্যে সরকার ও বিত্তবানরা নানা উদ্যোগ নিয়েছে। তবে সাঁওতালসহ বেশকিছু সম্প্রদায় মানবেতর জীবনযাপন করছে। তাদের কাছে এখনও সাহায্য না পৌঁছানোর বিষয়ে গত মঙ্গলবারের প্রতিবেদনটি উদ্বেগ সৃষ্টি করেছে। তাই তাদের জীবন বাঁচাতে জরুরি সহায়তা প্রয়োজন। বিশেষ করে গাইবান্ধার বাগদাফার্মের বাসিন্দারের অবস্থা চরম। তারা দীর্ঘদিন ধরে কর্মহীন। এ ছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা আদিবাসী, বেদে, যৌনপল্লি, হিজড়া সম্প্রদায় ও দলিত পরিবার এবং তাদের শিশুদের রক্ষায় বিশেষ উদ্যোগ প্রয়োজন।