আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনা মোকাবেলায় মোদির প্রশংসায় শোয়েব

করোনা মোকাবেলায় মোদির প্রশংসায় শোয়েব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২০ , ৬:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনা মোকাবেলায় নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। হ্যালোঅ্যাপের লাইভ চ্যাট শোতে ভারতের প্রধানমন্ত্রীর স্তুতি গেয়েছেন তিনি। পাশাপাশি ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ফের সরব হয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একাট্টা হয়েছে ভারত। দেশব্যাপী ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে মোদির সরকার। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটিরা। তাতেই মূলত বিশ্বের অন্যতম জনবহুল দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। যেভাবে ছড়ানোর কথা, সেভাবে ছড়ায়নি। উদ্ভত পরিস্থিতি মোকাবেলায় মোদির নেতৃত্বে ভারত যেভাবে কাজ করেছে, সেটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শোয়েব। দেশটির করোনার প্রভাব আটকে রাখার ক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনি। ৪৪ বছর বয়সী পাকিস্তানি কিংবদন্তি বলেন, মোদির বড় সিদ্ধান্ত লকডাউন কার্যকর। এ দুঃসময়ে যেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। করোনার প্রকোপে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে দুস্থদের সাহায্যার্থে ভারত-পাকিস্তান প্রদর্শনী ম্যাচ আয়োজন নিয়ে আগেই সরব হয়েছিলেন শোয়েব। ফের একই দাবি তুললেন তিনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাফ জবাব, ভারত সরকার অনুমতি না দিলে তাদের পক্ষে এ ব্যাপারে এগোনো সম্ভব নয়। তথ্যসূত্র: নিউজ১৮/ইস্টকোস্ট ডেইলি