আজকের দিন তারিখ ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় এ দেশে বিধিবদ্ধ অন্যায় আছে: পরিকল্পনামন্ত্রী

এ দেশে বিধিবদ্ধ অন্যায় আছে: পরিকল্পনামন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ৫:০৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  একজন নাগরিক হিসেবে আমি মনে করি, এ দেশে বিধিবদ্ধ অন্যায় আছে। দেশে আইনের মধ্যেও অন্যায় আছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘মাল্টি-স্টেকহোল্ডার ন্যাশনাল ওয়ার্কশপে’ অংশ নিয়ে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী বলেন, দারিদ্র্য নিরসনের যন্ত্র পণ্ডিতদের হাতে নেই। অন্যায়-অবিচারের সর্বত্রই ভয়ংকর অবস্থা। দারিদ্র্য নিরসনের যন্ত্র যাতের হাতে তারা এটাকে কাজে লাগায় না, তারা ভোগ করে। এসব লেখার কারণে পণ্ডিতদের পুরস্কার দেয়া হয়। একজন নাগরিক হিসেবে আমি মনে করি এ দেশে বিধিবদ্ধ অন্যায় আছে। আইনের মধ্যেও দেশে অন্যায় আছে।

সমাজে এখনো অন্যায় আছে দাবি করে মন্ত্রী বলেন, তবে মূল জায়গায় আমরা এখনো হাত দিতে পারিনি। বিবিধ অবিচার রয়েছে যেখানে এখানো আমরা হাত দিতে পারিনি। যেমন গ্রামের জলশয়ের মূল মালিক স্থানীয় জনগণ। কিন্তু এটা এখন ইজারা দেয়া হয়, প্রশাসন একাজে সহায়তা করে।

যে লোকটা পলো দিয়ে মাছ মেরে খেতো, সে এখন খেতে পারে না। তার কিনে খাওয়ারও ক্ষমতা নেই। গ্রামে আমরা সবাই ছোট মাছ ধরতাম। কেউ জাল দিয়ে মাছ ধরতাম। আমিও মাছ ধরতাম। কিন্ত মজার বিষয় হলো এখন গ্রামে কেউ মাছ ধরে না। আইন করে এটা বন্ধ করা হয়েছে। এটা কতটুকু যৌক্তিক?