আজকের দিন তারিখ ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এফডিসিতে পরীমণির কোরবানির মাংস বিতরণ

এফডিসিতে পরীমণির কোরবানির মাংস বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২০ , ৩:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শনিবার সকালে এফডিসির ভেতরে ৪ নম্বর ফ্লোরের (সদ্য বিলুপ্ত) সামনে কোরবানি দেওয়া হয়। এরপর মাংস প্রস্তুত করে অসহায় শিল্পীদের জন্য প্যাকেট করা হয়। পরীমণি এফডিসিতে আসেন বিকেল চারটায়। সোয়া ৪টায় এফডিসির গেটে সবাইকে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেন তিনি। এফডিসিতে কয়েক বছর ধরে কোরবানি দিয়ে আসছেন পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। তারই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে কোরবানি দিলেন পরীমণি।

পরীমণি বলেন, কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর পাঁচটি গরু কোরবানি দিয়েছি। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।