আজকের দিন তারিখ ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইমরান-বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড

ইমরান-বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৪ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের আইনি সমস্যা বেড়েই চলেছে। কারণ বুধবার একটি জবাবদিহি আদালত তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। জিও নিউজ জানিয়েছে, জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির রায় ঘোষণা করেন। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই দম্পতিকে দেড় বিলিয়নের বেশি রুপি জরিমানা করা হয়েছে। এর আগে মঙ্গলবার অপর একটি আদালতে ইমরানের ১০ বছরের সাজা দেওয়া হয়। আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত আগের শুনানির সময় আদালত ৩৪২ ধারায় বুশরা বিবির বক্তব্য রেকর্ড করেছিল। তবে ইমরান খান আদালতকে বলেছেন, তার স্ত্রীর সাথে এই মামলার কোনো সম্পর্ক নেই এবং তাকে জোর করে টেনে এনে অপমান করা হচ্ছে। আজ বুধবার শুনানির শুরুতে বিচারক বশির খান তাকে সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে, তিনি তার বক্তব্য রেকর্ড করেছেন কি না। এ বিষয়ে পিটিআই চেয়ারম্যান বলেন, তার আইনজীবীরা এলে তিনি তার বক্তব্য জমা দেবেন। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, ‘আমি প্রতারিত হয়েছি, কারণ শুধু শুনানির জন্য আমার উপস্থিতি নিশ্চিত করতে আমাকে ডাকা হয়েছিল।