আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য আড়াই ঘণ্টায় ৫ কোম্পানি হল্টেড

আড়াই ঘণ্টায় ৫ কোম্পানি হল্টেড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২১ , ১:০৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ডাইং, পেপার প্রোসেসিং, সিমটেক্স, মালেক স্পিনিং ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। সূত্র মতে, আজ বেলা ১২টা ২৪ মিনিট পর্যন্ত ঢাকা ডাইংয়ের স্ক্রিনে ১৯ হাজার ৪১৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিকে একই সময়ে পেপার প্রোসেসিংয়ের স্ক্রিনে ১ লাখ ১৫ হাজার ৯৩০টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৩৮ টাকা ৩০ পয়সা। একই সময়ে সিমটেক্স, মালেক স্পিনিং ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।