আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আশুলিয়ায় স্ত্রী হত্যার ১৮ দিন পর স্বামী গ্রেফতার

আশুলিয়ায় স্ত্রী হত্যার ১৮ দিন পর স্বামী গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


arrest - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: আশুলিয়ায় গৃহবধূ পারুল বেগম খুন হওয়ার ১৮ দিন পর ঘাতক স্বামী মোস্তফা তায়েম শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল সেট ও একটি ধারালো ক্ষুর উদ্ধার করা হয়।

সোমবার (০৬ জুন) রাতে এক অভিযানে সিরাজগঞ্জের মালসাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। শাওন সিরাজগঞ্জ জেলার মালসাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ। তিনি জানান, শাওনকে গ্রেফতারের জন্য মোবাইল ফোনটি ট্র্যাকিং করে পুলিশ। অবস্থান নিশ্চিত হওয়ার পর কৌশলী অভিযান চালিয়ে মালসাপাড়া কেন্দ্রয়ী জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারুলকে হত্যার বিষয়টি শিকার করেছেন শাওন।

গত ১৯ মে আশুলিয়ায় পরিবারিক কলহের জের ধরে স্বামী শাওনের হাতে খুন হন স্ত্রী পারুল।

পরে বোন পাপিয়া ২০ মে ২০১৬ আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করে। এ ঘটনার পর থেকে শাওন পলাতক ছিলেন।

নিহত পারুল ও শাওন কাঠগড়া দেওয়ানবাড়ি এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। শাওন পেশায় পরিবহন শ্রমিক। গত ১৯ মে নিহত পারুলের বোন পারভীন কর্মস্থলে থেকে দুপুরে খাবার খেতে বাসায় আসলে পারুলের কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে পারুলকে মৃত অবস্থায় পাওয়া যায়।