আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আর্জেন্টাইন রেফারিকে নিয়ে চিলির মিডফিল্ডারের এ কেমন মন্তব্য?

আর্জেন্টাইন রেফারিকে নিয়ে চিলির মিডফিল্ডারের এ কেমন মন্তব্য?


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২১ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কোপা আমেরিকায় কষ্টার্জিত জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। রিও দে জেনেইরোতে বাংলাদেশ সময় শনিবার ভোরে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে চিলির মুখোমুখি হয় ব্রাজিল। আর ১- ০ তে পরাজয়ের পর ম্যাচের আর্জেন্টাইন রেফারির ওপর সব ক্ষোভ উগড়ে দিলেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। রেফারির বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করে তাকে ‘ভাড়’ বলে কটাক্ষ করেন ভিদাল।
উল্লেখ্য, দ্বিতীয়ার্ধে ৪৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। তার বুট গিয়ে লাগে ইউজেনিও মেনার মুখে। ফলে বাকিটা সময় ১০ জনের দল নিয়ে ঘাম ঝরিয়ে ১-০ গোলের জয়ে উতরে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ১০ জনের ব্রাজিলকে পেয়েও গোল করতে পারেনি চিলি। কোপা থেকে ছিটকে গিয়ে আর্জেন্টাইন রেফারির ওপর সব ক্ষোভ ঝাড়েন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। একবার অবশ্য ব্রাজিলের জালে বল জড়িয়েছিল চিলি। ঘটনাটি ৬২তম মিনিটের। কিন্তু অফসাইডের জন্য রেফারি গোল বাতিল করেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। এতেই যত ক্ষোভ ভিদালের। এমন সিদ্ধান্তের জন্য রেফারিকে ভাড় বললেন তিনি। একবার জালে বল ঢোকাতে পারলেও তা বাতিল হয় অফসাইডের কারণে। ম্যাচ শেষে রেফারির উদ্দেশে ভিদাল বলেন, ‘আমরা হতাশ, খুবই হতাশ। আরও অনেক বেশি প্রাপ্য ছিল আমাদের। এরকম একটি ম্যাচে এমন রেফারি প্রয়োজন যে ব্যক্তিত্বসম্পন্ন ও দায়িত্বশীল, যে পক্ষপাতহীন ও যে কিনা ম্যাচের ভাঁড় হতে চায় না।’ রেফারি তাদের ঠিকমতো খেলতে দেয়নি বলে অভিযোগ ভিদালের। বলেন, ‘মাঠে যদি এমন রেফারি থাকে যে আমাদের খেলতেই দিচ্ছে না, সবসময় খেলা থামিয়ে দিচ্ছে । তবে গোল করব কী করে? আর যেভাবে সেই মাঠের তারকা, তাহলে কাজটা কঠিন।’