আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অসুস্থ মায়ের কাছে থাকার জন্য হিগুয়েইন আর্জেন্টিনায়

অসুস্থ মায়ের কাছে থাকার জন্য হিগুয়েইন আর্জেন্টিনায়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২০ , ১০:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সারাবিশ্বে চলছে করোনাভাইরাসের আগ্রাসন। তবে আর্জেন্টিনা তারকা গঞ্জালো হিগুয়েইন আছেন অন্য এক বিপদে। তার মা অনেকিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুপথযাত্রী। করোনাভাইরাস যেসব দেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, তাদের মধ্যে অন্যতম ইতালি অন্যতম। দেশটির বিখ্যাত ফুটবল লিগ ‘সিরি আ’ এ মুহূর্তে বন্ধ। তবে খুব দ্রুতই হয়তো অনুশীলন শুরু করবে জুভেন্তাস। কিন্তু মায়ের জন্য জুভেন্তাসের ডাকে সাড়া দিচ্ছেন না হিগুয়েইন। লকডাউনের মাঝেই অসুস্থ মায়ের কাছে থাকার জন্য হিগুয়েইন আর্জেন্টিনায় ফিরেছিলেন। ইতালি থেকে অনেক ধরনের শারীরিক পরীক্ষার পর ব্যক্তিগত বিমানে ওঠার অনুমতি পান তিনি। এখন দেশে ফিরে মা ন্যান্সি জাকারিয়াসের অবস্থা দেখে ইতালিতে ফেরার সব পরিকল্পনা বাতিল করেছেন আর্জেন্টাইন তারকা। ইতালিতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় অনুশীলন শুরুর যে সম্ভাবনা দেখা যাচ্ছে, সেসব নিয়ে একবারেই ভাবছেন না তিনি। মায়ের চিকিৎসা দেখভাল করার জন্য ইতালিতে আর নাও ফিরতে পারেন তিনি! ইতালির গণমাধ্যম জানিয়েছে, জুভেন্তাস হিগুয়েইনের সঙ্গে যোগাযোগ করলেও তাতে নাকি তিনি সারা দেননি। এতে তার জুভেন্তাস ছাড়ার গুঞ্জন বেড়ে গেছে। কারণ কয়েক বছর আগেও জুভেন্তাসের আক্রমণভাগের অবিচ্ছেদ্য অংশ ছিলেন হিগুয়েইন। এখন পাওলো দিবালা, ক্রিস্টিয়ানো রোনালদো, ফেদেরিকো বার্নার্দেসকি, ডগলাস কস্টাদের কারণে তেমন সুযোগ পান না। শোনা যাচ্ছে, ২৩ মিলিয়ন পাউন্ড পেলেই হিগুয়েইনকে ছেড়ে দেবে জুভেন্তাস। তবে এর আগে মানবিক কারণে হিগুয়েইনকে কিছুদিন মায়ের কাছে থাকার অনুমতি দেবে তুরিনের ক্লাবটি।