আজকের দিন তারিখ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অনলাইনে প্রতারণার শিকার অভিনেত্রী অর্পিতা

অনলাইনে প্রতারণার শিকার অভিনেত্রী অর্পিতা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২০ , ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : অনলাইন ফাঁদে পড়ে দেড় লাখ টাকা খোয়ালেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। অনলাইনে একটি আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্মে টাকা দিয়েছিলেন। সেই প্লে- স্টেশনের ফাঁদে পা দিয়েই লক্ষাধিক রুপি প্রতারণার শিকার হয়েছেন তিনি।

অর্পিতা চট্টোপাধ্যায় বলেন, প্লে- স্টেশনে টাকা দেওয়ার পর থেকেই ক্রমাগত রুপি কেটে নেওয়া হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে। পরে অভিনেত্রী বুঝতে পারেন যে, গুগল প্লে- স্টেশনের জন্য যখন অনলাইনে তিনি টাকা দিয়েছিলেন, তখন সেখানে নিজের কার্ডের বিস্তারিত তথ্য দিতে হয়েছিল তাকে। সেখান থেকেই দেড় লাখ রুপি কেটে নেওয়া হয়েছে।

আর্থিকভাবে প্রতারিত হয়ে সাইবার ক্রাইমের অভিযোগ তুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী  অর্পিতা চ্যাটার্জি। তার ভাষ্য, ‘দেশের কোনো সংস্থায় অনলাইনে টাকা দিতে হলে ব্যাংকের পক্ষ থেকে একটা ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসে। সেটি গ্রাহক নিশ্চিত করার পরই একমাত্র তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়। কিন্তু আন্তর্জাতিক কোনো সংস্থার ক্ষেত্রে এমন কোনো নিয়ম কার্যকর নেই।’

কেন এক্ষেত্রেও ওটিপি দেওয়ার নিয়ম নেই? -প্রশ্ন তুলে সরাসরি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের কাছে জবাব চেয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। আর্থিকভাবে প্রতারিত হয়ে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোর ক্ষেত্রে কি জেনে- বুঝেই এমন নিয়ম তৈরি করা হয়েছে, যাতে লোকে এই ফাঁদে পা দেয়?’ এ ধরনের প্রতারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। এছাড়াও সবাইকে এ থেকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র: জিনিউজ