আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ৯৯৯ এ ফোন- আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বিড়াল উদ্ধার

৯৯৯ এ ফোন- আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বিড়াল উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২১ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’ নম্বরে এক কলারের ফোন কলে ঢাকার মালিবাগ ফ্লাইওভারে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করেছে বেসরকারী প্রাণি উদ্ধারকারী সংস্থা ‘রবিনহুড’।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ৯৯৯ নম্বরে ঢাকার মালিবাগের ফ্লাইওভারের পার্শ্ববর্তী একটি ভবনের বাসিন্দা ইমন ফোন করে জানান, ফ্লাইওভারের ওপরের অংশ এবং পিলারের মাঝামাঝি ফাঁকা জায়গায় একটি বিড়াল গত প্রায় ৫/৬ দিন যাবত এমন ভাবে আটকে আছে। সেটি না পারছে ওপরে উঠতে না পারছে নিচে নামতে। প্রতিদিন বিড়ালটি নানাভাবে চেষ্টা করে ফাঁদ থেকে বের হতে, কিন্তু পারছিলোনা। এই কয়েকদিন বিড়ালটি অভুক্ত ছিলো জানিয়ে কলার বিড়ালটিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ বিষয়টি বেসরকারী প্রাণি উদ্ধার কারী সংস্থা ‘রবিনহুড’ কে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে ‘রবিনহুড’ এর উদ্ধারকারী দল দুপুর দেড়টায় ঘটনাস্থলে যায়। এরপর তারা প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টার পর ৪০ ফিট উঁচু থেকে নিরাপদে বিড়ালটিকে উদ্ধার করে নিচে নামিয়ে আনতে সমর্থ হয়।