Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দিনের ২১তম শাহাদাৎ বার্ষিকী পালন

লালপুরে সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দিনের ২১তম শাহাদাৎ বার্ষিকী পালন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৪ , ৭:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে জনপ্রিয় বর্ষীয়ান আ.লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ২১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকালে শহীদ মমতাজ উদ্দিন চিরঞ্জীব শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ সাগর, সহ-সভাপতি আসম মাহামুদুল হক মুকুল, বদিউর রহমান বদর, গোলাম মোর্শেদ, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, ইলিয়াস হোসেন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আলী, প্রভাষক সাইফুল ইসলাম, ইউসুফ হোসেন, সদস্য আলতাফ হোসেন কুটি, আবুল কালাম, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, মোঃ গোলাম মোস্তফা, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম লাভলু, কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছারুল ইসলাম, এবি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আসলাম হোসেন,সন্মানিত সদস্য , ইব্রাহিম হোসেন মানিক, ইকবাল হোসেন, শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমানসহ আরো অনেকে।


অন্যদিকে লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন আলাদা ভাবে স্মৃতি সৌধ প্রাঙ্গনে পুস্পস্তব অর্পন, উপজেলা অডিটোরিয়ামে মমতাজ উদ্দিন স্মরণ সভা ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130