বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষ্যে লালপুরে বৃক্ষরোপণ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ৬:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ

লালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বৃক্ষরোপনের উদ্বোধন করেন
লালপুর (নাটোর) প্রতিনিধি : “গাছ লাগিয়ে যত্ম করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে বৃক্ষরোপণ শুভ উদ্বোধন করা হয়েছে। লালপুর উপজেলায় সামাজিক বনায়নের মাধ্যমে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টি বৃক্ষের চারা রোপনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সোমবার (০৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বৃক্ষরোপনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) দেবাশীষ বসাক, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা এবি এম আব্দুল্লাহ প্রমুখ।