আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ

লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ , ১২:২৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বিএসএমএমইউ উপাচার্য ডা কনক কান্তি বড়ুয়া বলেন, রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে বিএসএমএমইউর নিবিড় পরিচর্যকেন্দ্রে আনার পরই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি সম্ভবত ব্রেন স্ট্রোক করেছেন। শারীরিক অবস্থার কারণে তার সিটিস্ক্যান করা যাচ্ছে না। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কিছুদিন ধরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইব্রাহিম খালেদ। করোনা পরবর্তী কিছু শারীরিক জটিলতায় অবস্থার অবনতি হওয়ায় তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়েছে।
খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সোনালী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছেন।