আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রায়গঞ্জে রাজমিস্ত্রিকে শ্বাসরোধে হত্যা

রায়গঞ্জে রাজমিস্ত্রিকে শ্বাসরোধে হত্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


deadসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে রঞ্জু (২৭) নামে এক রাজমিস্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ধামাইনগর ইউপির নওপা গ্রামের মৃত হারান আলীর স্ত্রী সাজেদা খাতুনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত রঞ্জু বগুড়ার শেরপুর উপজেলা সদরের হাসরা গ্রামের দবির উদ্দিনের ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ধর্ম আত্মীয়ের সূত্রে রাজমিস্ত্রী রঞ্জু মৃত হারান আলীর স্ত্রী সাজেদা খাতুনের বাড়িতে বেড়াতে আসে। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকালে তার লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মৃত হারানের স্ত্রী সাজেদা খাতুন ও তার মেয়ে খাতুনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, লাশের গলায় রশির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।