আজকের দিন তারিখ ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

রংপুরে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rangpurরংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় সুমন মিয়া (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খস্ট্রি পশ্চিমপাড়া গ্রামের একটি গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমন পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের খস্ট্রি পশ্চিমপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে পাঠগ্রাম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিলো।

বিষয়টি জানিয়েছেন, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

নিহতের বাবা সাইদুরের বরাত দিয়ে তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে তাকে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজির পর তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতাল মর্গে পাঠায়।

‘কী কারণে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি’, যোগ করেন তিনি।

রংপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, সুমনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।