আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মোল্লাহাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

মোল্লাহাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৬:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


1কাগজ অনলাইন প্রতিবেদক: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৌপুরা ও আস্তাইল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (০১ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এনায়েত চৌধুরী, মনু চৌধুরী, মাসুম চৌধুরী, জানিক চৌধুরী ও চপল চৌধুরীর নাম জানা গেছে।

স্থানীয়রা জানান, উপজেলার মৌপুরা গ্রামের এনায়েত চৌধুরী ও আস্তাইল গ্রামের ইউপি সদস্য সেন্টু খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সকালে সেন্টু খাঁর লোকজন এনায়েত চৌধুরীর এক সমর্থককে মারধর করে।

খবর পেয়ে এনায়েত চৌধুরীর লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে পুলিশ এসে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।