আজকের দিন তারিখ ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ২:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Killing-Khulna2016050523470চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে মোবাইল চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করেছে।

বুধবার রাতে কোনো এক সময় তাকে স্থানীয় ইটভাটার শ্রমিকরা মোহাম্মদ মহিউদ্দিন (২৮) নামে এ যুবকের পিটুনি দিয়ে হত্যা করেছে বলে জানায় পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় ইটভাটার শ্রমিকরা মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

জিজ্ঞাসাবাদের জন্য ইটভাটার মলিক মো. লিয়াকতসহ ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
উদ্ধার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।