আজকের দিন তারিখ ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মুরগির খামারে দুর্বৃত্তদের আগুন, হাজার মুরগির মৃত্যু

মুরগির খামারে দুর্বৃত্তদের আগুন, হাজার মুরগির মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Madaripurমাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে একটি মুরগির খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারের ১ হাজার মুরগি পুড়ে মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে দুর্বৃত্তরা মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের রশিদ ফকিরের ছেলে নুরুজ্জামানের মুরগির খামারে আগুন দিয়ে পালিয়ে যায় ।

এ সময় খামারে থাকা মুরগি ও ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

খামারের মালিক নুরুজ্জামান ফকির দাবি করে বলেন, সদ্য সংঘটিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আমর ভাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিল। এই ঘটনার জের ধরেই দুর্বৃত্তরা আমার খামারে আগুন দিয়েছে। মামলা না করার জন্যও হুমকি দিচ্ছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি জিডি করা হলেও পুলিশ এখনও ঘটনাস্থল পরিদর্শন করেনি।