আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা মালয়েশিয়ায় স্বর্ণ পদক পেল বাংলাদেশি শিক্ষার্থী মিশায়ার

মালয়েশিয়ায় স্বর্ণ পদক পেল বাংলাদেশি শিক্ষার্থী মিশায়ার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২১ , ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  মালয়েশিয়ায় স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশি শিক্ষার্থী মিশায়ার রায়হান চৌধূরী। মিশায়ার কুয়ালালামপুরের আইডিআর এসআইসি ক্রোয়েশিয়া টেকনোলজি এক্রপো ২০২১-এ সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তা পরিচালন বিভাগে আন্তর্জাতিক মেরিটের এ পুরস্কার অর্জন করেন। মালয়েশিয়া-ক্রোয়েশিয়া টেকনোলজি এক্সপো-র ই.পিক.আপ (E.Pick.Up) অ্যাপ্লিকেশন কোডিংয়ে তার দল প্রথম স্থান অর্জন করায় তাকে এ স্বর্ণপদক দেওয়া হয়। মিশায়ার স্বর্ণপদকের পাশাপাশি পেন্ডামিক সময়ে মালয়েশিয়া সিঙ্গাপুর ইউথ অনলাইন কাউন্সেলিং এ আরোও দুটি পদক পেয়েছে।

অ্যাপ্লিকেশনটি কোভিড -১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। এই অ্যাপ্লিকেশন দ্বারা শিক্ষার্থী, মা বাবা এবং শিক্ষকদের নিরাপত্তা বাড়িয়ে তুলতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও এটি ব্যবহার করা যেতে পারে। বাবা আসিফ রহমান চৌধূরী মালয়েশিয়ায় একজন বাংলাদেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মা সাঈদা রোমানা মজিদ একজন আইনজীবী। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মিশায়ার সবার বড়। সবেমাত্র ১৪ পেরিয়ে  ১৫ তে পা রাখল মিশায়ার। সে মালয়েশিয়ার ইদ্রিছি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী।

মিশায়ার দাদা নুরুল হক চৌধুরী এবং দাদি শিরিন নীলুফার চৌধুরী গোপালগঞ্জের এন হক বিশ্ববিদ্যালয় অব বিজনেস এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা।
মিশায়ার এ অর্জনে তার বাবা-মা দেশ বিদেশের সকলের দোয়া চেয়েছেন। এদিকে মিশায়ারের এ অর্জনে বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন মালয়েশিয়া, জালালাবাদ এসোসিয়েশন ও বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।